Logo
×

Follow Us

জেলার খবর

শার্শায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান ও জরিমানা

Icon

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪, ২৩:৪৪

শার্শায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান ও জরিমানা

শার্শায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান। ছবি- বেনাপোল প্রতিনিধি

বিভিন্ন অনিয়ম ও লাইসেন্স নবায়ন না থাকার অভিযোগে যশোরের শার্শার বুরুজবাগান (প্রাঃ) জেনারেল  হাসপাতাল ও পল্লী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা ১২টায় উপজেলার নাভারণ বুরুজবাগান হাসপাতাল এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার লক্ষিন্দার কুমার দে। অভিযান পরিচালনায় সহোযোগিতা করেন শার্শা থানা পুলিশের একটি দল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম জানান, বিভিন্ন অনিয়ম ও লাইসেন্স নবায়ন না থাকার কারণে দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক ও হাসপাতাল বন্ধের অভিযান চলছে। এরই অংশ হিসেবে আজ দুটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। উপজেলার সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।  

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫