Logo
×

Follow Us

জেলার খবর

রোহিঙ্গা ক্যাম্পে একজনকে গুলি করে হত্যা

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০১

রোহিঙ্গা ক্যাম্পে একজনকে গুলি করে হত্যা

প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (৫ জানুয়ারি) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪ আই ব্লকে পাহাড়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই ওই স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহত রোহিঙ্গা হলো উখিয়ার কুতুপালং চার নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-১২ ব্লকের বাসিন্দা মোহাম্মদ কামাল হোসেনের ছেলে মো. জলিল (৪০)।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, সোমবার (৫ ফেব্রুয়ারি) রাত ৭ টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪ এর এফ/১২ ব্লকে বসবাসরত মো. জলিল নামের এক রোহিঙ্গাকে নিজ ব্লক থেকে ডেকে নিয়ে ক্যাম্প ৪ আই ব্লকের পাহাড়ের পাশে একদল দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ক্যাম্প অভ্যন্তরের থাকা গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫