Logo
×

Follow Us

জেলার খবর

বেনাপোলে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

Icon

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২৩

বেনাপোলে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

অস্ত্রসহ গ্রেপ্তারকৃত ব্যক্তি। ছবি: বেনাপোল প্রতিনিধি

বেনাপোলে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, দুইটি ম্যাগজিন ও একটি মোটরসাইকেলসহ একাধিক মামলার আসামি মারুফ হোসেন (৩৭) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে যশোর ডিবি পুলিশ সদস্যরা। 

গতকাল বুধবার (৭ জানুয়ারি) রাতে পোর্ট থানার কৃষ্ণপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মারুফ হোসেন বেনাপোলের মহিষাডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গোপন খবরে তারা জানতে পারেন বেনাপোলের শীর্ষ সন্ত্রাসী মারুফ হোসেন মোটরসাইকেল নিয়ে কৃষ্ণপুর গ্রামে ইটের সলিং রাস্তার উপর অবস্থান করছে। এমন খবরের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস টিম সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, দুইটি ম্যাগজিনসহ মোটরসাইকেলটি জব্দ করা হয়। 

যশোর ডিবি পুলিশের কর্মকর্তা (ওসি) রুপন কুমার জানান, গ্রেপ্তার মারুফ বেনাপোলের একজন শীর্ষ সন্ত্রাসী। ইতিপূর্বে তার বিরুদ্ধে ৬টি মাদক মামলা ও একটি অস্ত্র মামলাসহ ৭টি মামলা বিচারাধীন রয়েছে এবং একটিতে ওয়ারেন্ট মুলতবি রয়েছে। 

তিনি আরো জানান, জেলা গোয়েন্দা শাখার এলআইসি টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটন এবং অবৈধ অস্ত্রগুলি উদ্ধারসহ তাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫