Logo
×

Follow Us

জেলার খবর

চট্টগ্রামে উচ্ছেদ অভিযানে হকার্স-পুলিশের সংঘর্ষ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০০

চট্টগ্রামে উচ্ছেদ অভিযানে হকার্স-পুলিশের সংঘর্ষ

সংঘর্ষে সিটি করপোরেশনেরসহ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। ছবি- সংগৃহীত

চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় ফুটপাতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে হকার্সদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত দশজন আহত হয়েছেন। তাদের কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নিউ মার্কেট এলাকায় অবৈধ হকার উচ্ছেদে অভিযান চালায়। এ অভিযানকে কেন্দ্র করে বিকাল সোয়া ৪টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নোবেল চাকমা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫