Logo
×

Follow Us

জেলার খবর

রাঙ্গামাটিতে কভার্টভ্যান চাপায় নিহত ৩

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১৫

রাঙ্গামাটিতে কভার্টভ্যান চাপায় নিহত ৩

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সিএনজি। ছবি: রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটিতে কভার্টভ্যান চাপায় সিএনজি অটোরিকশা আরোহীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের কলাবাগান এলাকার এই দুর্ঘটনায় ঘটে।

নিহতরা হলেন- নবীন হোসেন (৫০), মো. হানিফ (৪৫) ও অপরজন অজ্ঞাত। আহতরা হলেন, সৈকত চাকমা (২২) ও চালক মো. নরুল আজিম (৩৫)।

পুলিশ জানিয়েছে, রাঙ্গামাটি শহর থেকে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়ক হয়ে কাউখালী উপজেলার ঘাগড়াবাজার যাচ্ছিল। এসময় চট্টগ্রাম অভিমুখী একটি কভার্টভ্যান সিএনজি অটোরিকশাটিকে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে চাপা দেয়। এতে সিএনজি অটোরিকশা ও কাভার্টভ্যানটি গভীর খাদে পড়ে গেলে সিএনজি অটোরিকশার যাত্রীসহ তিনজন নিহত ও চালকসহ দুইজন আহত হন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সৈকত আকবর খান বলেন, দুইজনের মরদেহ ও আহত দুইজনকে হাসপাতালে আনা হয়েছে। আহতদের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরেকজনের মরদেহ কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে; তবে তার পরিচয় জানা যায়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫