নড়াইলে কৃষক হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবি

নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৫৮

কৃষক হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। ছবি: নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের কৃষক ইসরাফিল মোল্যা (৫০) হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এলাকাবাসীর আয়োজনে আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
এসময় বক্তব্য রাখেন- নিহতের বৃদ্ধ মা কদভানু, স্ত্রী রোজিনা বেগম, মেয়ে মিতা খানম, মাতব্বর গোলাম মোস্তফা নিপু, পিকুল মোল্যা প্রমুখ।
বক্তারা অবিলম্বে ইসরাফিল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবি জানান। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তরেরও দাবি জানান তারা।
গত ৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে মাছের ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারল অস্ত্রের আঘাতে কৃষক ইসরাফিল মোল্যা নিহত হন।
নিহতের পরিবার জানায়, কালিয়ার চাঁচুড়ি বিলে একটি মাছের ঘের নিয়ে কৃষ্ণপুর গ্রামের নফু মোল্যার সাথে একই গ্রামের প্রিন্স ফকিরের বিরোধ চলে আসছিলেন। এ নিয়ে একাধিক হামলা-মামলার ঘটনা ঘটেছে। এর জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
প্রিন্স ফকিরের লোকজন ওই ঘেরে গেলে নফু মোল্যার লোকজন বাধা দেন বলে অভিযোগ রয়েছে। এসময় প্রিন্স ফকিরের লোকজন নফু মোল্যার সমর্থক ইসরাফিলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেন।