Logo
×

Follow Us

জেলার খবর

অনিয়মে বাধা দেওয়ায় প্রকৌশলীকে পেটাল স্বেচ্ছাসেবকলীগ নেতা

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৮

অনিয়মে বাধা দেওয়ায় প্রকৌশলীকে পেটাল স্বেচ্ছাসেবকলীগ নেতা

হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়। ছবি: লালমনিরহাট প্রতিনিধি

সড়ক নির্মাণ কাজে অনিয়মের বাধা দেওয়ায় হাজিউজ্জামান আশিক নামে এক প্রকৌশলীকে মারধরের অভিযোগ উঠেছে সবুজ নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে।

গতকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলার হেলিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে। 

হাজিউজ্জামান আশিক উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অফিসের সহকারী মাঠ প্রকৌশলী। সবুজ একই উপজেলার টংভাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি।

হাতীবান্ধা উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা গেছে, ওই উপজেলার সিঙ্গিমারী ইউ-পি হইতে গড্ডিমারী ইউ-পি পর্যন্ত ৩ কিলোমিটার একটি সড়ক প্রভাতী প্রকল্পের আওতায় নির্মাণ চলছে। যার সাব-ঠিকাদার হিসেবে কাজ করছেন ওই স্বেচ্ছাসেবকলীগ নেতা সবুজ আর তদারকির দায়িত্বে আছেন হাজিউজ্জামান আশিক নামে ওই প্রকৌশলী।

বৃহস্পতিবার সকালে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ তুলেন ওই প্রকৌশলী। এতে ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন সবুজ নামে স্বেচ্ছাসেবকলীগ নেতা। হাজিউজ্জামান আশিকের অভিযোগ, এসময় তাকে পাথরে পুতে রাখার হুমকিও দেওয়া হয়। পরে তিনি উপজেলা প্রকৌশলীকে লিখিত অভিযোগ করেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন স্বেচ্ছাসেবকলীগ নেতা সবুজ। তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে তাকে হয়রানী করতে মিথ্যা অভিযোগ করা হয়েছে।

হাতীবান্ধা উপজেলা প্রকৌশলী নজির হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫