Logo
×

Follow Us

জেলার খবর

বেনাপোলে মাদকসহ আটক ৩

Icon

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২২

বেনাপোলে মাদকসহ আটক ৩

মাদক ও ক্রিমসহ আটককৃতরা। ছবি: বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোলে পৃথক অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিলসহ এক নারী মাদককারবারি এবং ১৭০০ পিস ভারতীয় ক্রিমসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পোর্ট থানা পুলিশ সদস্যরা।

ফেনসিডিলসহ আটককৃত নারী ঢাকার কেরানীগঞ্জের আব্দুল হাইয়ের মেয়ে ফারজানা (৩৬) এবং ক্রিমসহ আটককৃত দুইজন হলেন- বেনাপোলের ভবেরবেড় গ্রামের মৃত আলতাফ গাজীর ছেলের আল আমিন গাজী (৩২) ও শাহিনের ছেলে তুষার হোসেন (২৫)।

গতকাল সোমবার ( ১৯ ফেব্রুয়ারি) বিকালে তাদের আটক করা হয়। 

পুলিশ জানায়, গোপন তথ্যের মাধ্যমে তারা জানতে পারেন বেনাপোলের ছোট আঁচড়া মোড়ে হাজী বিরিয়ানি হাউজের সামনে এক নারী মাদককারবারি মাদকের একটি চালান নিয়ে অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে।

অপর আরেকটি অভিযানে বেনাপোলের বড় আঁচড়া গ্রামের এমপি মার্কেটের সামনে বটতলা মোড় থেকে ভারতীয় ৫০০ পিস স্কিনশাইন ও ১২০০ পিস ক্লোবেটা জিএম ক্রিমসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। 

জব্দকৃত মাদক ও ক্রিমের মূল্য ১ লাখ ২৪ হাজার টাকা বলে জানায় পুলিশ। 

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫