চুনারুঘাটে ইজিবাইক চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১৯
-65d498cdaf7f5.jpg)
ইজিবাইক চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ছবি: হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ জেলার চুনারুঘাটে ইজিবাইক চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছে থেকে একটি চোরাই ইজিবাইক জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার চুনারুঘাট উপজেলার গাজিগঞ্জ এলাকার বাচ্চু মিয়ার ছেলে নিলয় মিয়া প্রকাশ নিলন (২৫) ও তার সহযোগী হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলা এলাকার মৃত ইসহাক আলীর ছেলে আরব আলী (৪০)।
আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ছদরুল আমীনের নেতৃত্বে একদল পুলিশ সোমবার দিবাগত রাতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ড্রাইভার বাজার এলাকায় অভিযান চালিয়ে মূল আসামি নিলয়কে গ্রেপ্তার করেন। পরবর্তীতে আসামি নিলয়ের দেওয়া তথ্য মতে তার সহযোগী হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলা গ্রামের আরব আলীকে গ্রেপ্তার করেন। পরে তার গ্যারেজ থেকে চোরাই ইজিবাইক (টমটম) উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ২০২৩ সালের ১৬ ডিসেম্বর চুনারুঘাট উপজেলার উত্তর আমকান্দি গ্রামের আব্দুল ছালামের গ্যারেজ থেকে তার ইজিবাইক টমটম চুরি হলে ইজিবাইক চুরির মামলায় ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।