Logo
×

Follow Us

জেলার খবর

লালমনিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২৪, ১৪:৪৯

লালমনিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পুকুরের পানিতে ডুবে তামিম রহমান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ রবিবার (১০ মার্চ) সকালে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের চরিতাবাড়ী মিরেরচক গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার চরিতাবাড়ী মিরেরচক এলাকার মশিয়ার রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে নিজ বাড়ির পিছনে খেলা করছিল শিশু তামিম। পুকুরের পাশেই কাজ করছিলেন তামিমের চাচা মহসিন আলী। হঠাৎ চাচা মহসিন আলী শিশু তামিমকে তার পাশে দেখতে না পেয়ে দ্রুত বাড়িতে খোঁজ করেন। এক সময় শিশু তামিমকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর সেই পুকুরেই শিশু তামিমের লাশ ভাসতে দেখে তার চাচা। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তামিমের লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারনা শিশু তামিম খেলা করতে করতে পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫