শেরপুরে অপহরণ ও ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১০ মার্চ ২০২৪, ২০:৩৭

আসামি মো. নাহিদ মিয়া। ছবি: শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদী উপজেলার চাঞ্চল্যকর শিশু অপহরণ ও ধর্ষণ মামলার আসামি মো. নাহিদ মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল শনিবার (৯ মার্চ) দিবাগত রাতে ঢাকার উত্তরা পূর্ব থানার সীসেল রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নাহিদ জেলার শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা মন্ডল পাড়া গ্রামের বাসিন্দা।
র্যাব-১৪ প্রেস ব্রিফিংয়ে জানায়, ভুক্তভুগী ভায়াডাঙ্গা মন্ডলপাড়া (বলদিপাড়া) গ্রামের বাসিন্দা এবং অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন। ভুক্তভুগীকে স্কুলে যাতায়াতের পথে কুপ্রস্তাব দেয়াসহ নানা ভাবে উত্যাক্ত করতেন নাহিদ।
২০২৩ সালের ৫ মে সকালে তাকে তুলে নিয়ে ঢাকায় একটি ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে ভুয়া কাগজ দেখিয়ে স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে থাকতেন। এর একপর্যায়ে ভুক্তভুগী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তার উপর অমানবিক অত্যাচার করেন। ভুক্তভুগী অসুস্থ হয়ে পড়লে ২০২৩ সালের ১৫ আগস্ট সকালে ঢাকা থেকে নিয়ে এসে মুখ ও হাত-পা বেধে তার নানা বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যান নাহিদ।
পরে ভুক্তভুগীর মা বাদী হয়ে নাহিদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই নাহিদ গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন।