Logo
×

Follow Us

জেলার খবর

উখিয়ায় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা গ্রেপ্তার

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২৪, ১১:২১

উখিয়ায় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত রোহিঙ্গা দুর্বৃত্ত। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান পরিচালনা করে দুইটি ওয়ানশুটারগান ও গুলিসহ পাঁচজন রোহিঙ্গা দুর্বৃত্তকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গতকাল রবিবার (১০ মার্চ) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত টানা তিনঘণ্টা অভিযান পরিচালনা করে দুই ক্যাম্প থেকে এই পাঁচ রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলো ক্যাম্প- ৪ এর আবুল বাছেরের ছেলে মোহাম্মদ সালাম, বি-১ ব্লকের আমির হোসেনের ছেলে জিয়াউর রহমান, ক্যাম্প-৮ ওয়েস্ট আই-১৩ ব্লকের মোহাম্মদ ওলা মিয়ার ছেলে হাশিম উল্লাহ প্রকাশ মাস্টার হাশিম, এ-২৯ ব্লকের জাফর উল্লাহর ছেলে রহিম উল্লাহ ও ক্যাম্প-৪ এর এ-১১ ব্লকের মৃত মো. রশিদের ছেলে আতাউল্লাহ।

বিষয়টি নিশ্চিত করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-৮ ওয়েস্ট ও ক্যাম্প-১৭ এলাকায় বিশেষ যৌথ  অভিযান পরিচালনা করে ২টি ওয়ান শুটারগান, এক রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ ও ২রাউন্ড তাজা গুলিসহ ২ জন আসামি এবং ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। 

অতিরিক্ত ডিআইজি  ইকবাল  জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ তারা ক্যাম্পে অস্থিরতা তৈরি করার পরিকল্পনা করছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। জিজ্ঞাসাবাদ কার্যক্রম শেষে পরবর্তী তথ্য জানানো যাবে। 

উক্ত অভিযানে ১৪ এপিবিএন, জেলা পুলিশ, বিজিবি, র‍্যাব, আনসারসহ শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে এসব দুর্বৃত্তদের গ্রেপ্তার করা হয়েছে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫