Logo
×

Follow Us

জেলার খবর

বাংলাদেশে আশ্রয় নিল মিয়ানমারের ২৯ সীমান্তরক্ষী

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২৪, ১৫:১৫

বাংলাদেশে আশ্রয় নিল মিয়ানমারের ২৯ সীমান্তরক্ষী

বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ২৯ সদস্য। ছবি: সংগৃহীত

আরাকান আর্মি সঙ্গে সংঘাতের জেরে আবারও পালিয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ২৯ সদস্য। তাদের সবাইকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সোমবার (১১ মার্চ) দুপুরে তারা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে।

বিজিবির একটি সূত্রের বরাতে জানা গেছে, ১১ বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধীনস্থ জামছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর অংথাপায়া ক্যাম্প হতে এসব বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছেন।

এর আগে, গত ১৩ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন, মিয়ানমার থেকে আর কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।

তিনি বলেন, ‘এমনিতেই মিয়ানমারের প্রায় ১২ লাখ রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে রয়েছে। রোহিঙ্গা বা যেই আসুক, মিয়ানমার থেকে আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫