সীমান্তের ওপার থেকে আসা গুলিতে গুলিবিদ্ধ ইউপি সদস্য

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ১১ মার্চ ২০২৪, ২০:২৪

নাইক্ষ্যংছড়ি থানা। ছবি: সংগৃহীত
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সীমান্তের ওপার থেকে আসা গুলিতে স্থানীয় এক ইউপি সদস্য গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। আজ সোমবার (১১ মার্চ) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ইউপি সদস্যের নাম সাবের আহমদ। তিনি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৮ নম্বর ওর্য়াডের সদস্য।
নাইক্ষ্যংছড়ি ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন জানান, সোমবার বিকেল ৪টার দিকে সীমান্ত এলাকা জামছড়ি মসজিদের পাশে স্থানীয়দের সঙ্গে আলাপ করছিলেন ইউপি সদস্য সাবের আহমদ। এসময় হঠাৎ সীমান্তের ওপার থেকে আসা একটা গুলি তার কোমরে এসে লাগে। তাৎক্ষণিকভাবে আহত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এ বিষয় কথা বলতে নাইক্ষ্যংছড়ি থানার ওসি আব্দুল মান্নানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি এ কারণে তার বক্তব্য নেওয়া সম্ভাব হয়নি।