বাংলাদেশে আশ্রয় নেওয়া বিজিপির সংখ্যা বেড়ে ১৭৫

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১১ মার্চ ২০২৪, ২৩:১২

মিয়ানমারের সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে অভ্যন্তরীন সংঘাতের জেরে সোমবার (১১ মার্চ) দু'দফায় বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) ১৭৫ সদস্য।
এর মধ্যে সোমবার দুপুর ১২টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তে পালিয়ে আসে ২৯ সদস্য। একইদিন সন্ধ্যার পর থেকে রাত ৮টা পর্যন্ত পালিয়ে এসে আশ্রয় নিয়েছে আরও ১৪৬ জন।
আজ সোমবার (১১ মার্চ) রাত ৯টায় বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন জানান, সোমবার সারাদিনে নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে ১৭৫ জন মিয়ানমার বিজিপির সদস্য পালিয়ে এপারে এসেছে। এর মধ্যে দুপুরে ২৯ জন, সন্ধ্যার পর আরও ১৪৬ জন পালিয়ে এসেছে। অস্ত্র জমা দেওয়ার পরে বিজিবি তাদের হেফাজতে নিয়েছে।
দু'দফায় মিয়ানমার বিজিপির ১৭৫ সদস্য পালিয়ে আসার বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। তিনি জানান, পালিয়ে আসা মিয়ানমারের বিজিপি সদস্যদের বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে।
মিয়ানমারের জান্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহীদের সংঘর্ষের মধ্যে প্রাণ বাঁচাতে এর আগে গত মাসে কয়েক দফায় বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছিল বিজিপিসহ মিয়ানমারের ৩৩০ জন নাগরিক। পরে বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ করা হলে মিয়ানমার সরকার তাদের ফিরিয়ে নিতে রাজি হয়। এর ধারাবাহিকতায় গত ১৫ ফেব্রুয়ারি মিয়ানমারের ৩৩০ জন নাগরিককে নিজ দেশে ফেরত পাঠায় বিজিবি।