Logo
×

Follow Us

জেলার খবর

গাইবান্ধায় আ.লীগ নেতার ছেলের লাশ উদ্ধার

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২৪, ১৮:০৫

গাইবান্ধায় আ.লীগ নেতার ছেলের লাশ উদ্ধার

শফিকুর রহমান পাভেলের মরদেহ। ছবি: গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় নিখোঁজের তিনদিন পর সেপটিক ট্যাংক থেকে শফিকুর রহমান পাভেল (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১২ মার্চ) সকালে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পাভেল আকন্দ বল্লমঝাড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুস সামাদ আকন্দের ছেলে।

পুলিশ জানায়, গত শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন পাভেল আকন্দ। এ নিয়ে নিখোঁজ পাভেল আকন্দের বড় ভাই বেলাল ইউসুফ রাসেল বাদী হয়ে পরদিন রবিবার গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মঙ্গলবার সকালে বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের সিরাজুল ইসলামের পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংকে পাভেল আকন্দের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

গাইবান্ধা সদর থানার ওসি (তদন্ত) সিরাজুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ পাভেল আকন্দের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫