Logo
×

Follow Us

জেলার খবর

মানিকগঞ্জে ছাত্রলীগ নেতার ওপর হামলা

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৪, ১৬:৩৭

মানিকগঞ্জে ছাত্রলীগ নেতার ওপর হামলা

হামলায় আহত ছাত্রলীগ নেতা। ছবি: মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হামজা খানের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। আহতাবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগীর মা মনোয়ারা খানম চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত বিশ পঁচিশজনের নামে সদর থানায় লিখিত অভিযোগ করেছে।

গতকাল বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ৮টার সময় মানিকগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের পশ্চিম দাশড়া এলাকার নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী হামজা খান পশ্চিম দাশড়া এলাকার মৃত জুলফিকর মালেকের ছেলে ও মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

অভিযোগ সূত্রে জানা যায়, হামজা খান তার বাড়ির সামনে বন্ধু তাওহীদুলের সাথে কথা বলছিলেন। এসময় পূর্ব শত্রুতার জেরে সোহান রহমান (২৪), আদনান হোসেন (২৩), আমিনুর ইসলাম (২২), আব্দুল্লাহ আলদিন লিখন (২৫) সহ অজ্ঞাতনামা ২০-২৫ জন আকস্মিকভাবে হামলা করে। তারা বাঁশের লাঠি, কাঠের বাটাম, লোহার রড, গ্যাস পাইপ দিয়ে এলোপাতাড়িভাবে মারপিট করে।

এ বিষয়ে হামজা খান বলেন, আসন্ন জেলা ছাত্রলীগের কাউন্সিলে আমি সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি। এটা নিয়েই মূলত সমস্যা তৈরি হয়েছে। সন্ত্রাসীরা বিভিন্ন সময় হামলার হুমকি দিলেও এবার সরাসরি হামলা করেছে। আমার মাথায় সেলাই দেওয়া হয়েছে। পিঠ, এবং হাতে বেশ ক্ষত হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন আছি। আমি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫