Logo
×

Follow Us

জেলার খবর

পুঠিয়ায় পরিবহন ব্যবসায়ী নিখোঁজ

Icon

পুঠিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৪, ১৯:৩০

পুঠিয়ায় পরিবহন ব্যবসায়ী নিখোঁজ

নিখোঁজ ব্যবসায়ী মাজেদুল ইসলাম। ছবি: পুঠিয়া প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়ার ঝলমলিয়া বাজার থেকে মাজেদুল ইসলাম (৬০) নামে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। তিনি ঝলমলিয়া এলাকার রজনীগন্ধা পরিবহনের স্বত্বাধিকার মৃত আজিজুল হক গেদার ছেলে। এ ব্যাপারে তার ভাই মুরাদ হোসেন পুঠিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আজ শুক্রবার (১৫ মার্চ) ভোর ৫টার দিকে ঝলমলিয়া বাজার মসজিদের কাছে থেকে মাজেদুল ইসলাম নিখোঁজ হয়। শারীরিক ও মানসিকভাবে তিনি সম্পূর্ণ সুস্থ বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

নিখোঁজ ব্যক্তির ভাই মুরাদ হোসেন জানান, সকাল পাঁচটার দিকে বাড়ির পাশে ঝলমলিয়া বাজার মসজিদে ফজরের নামাজ পড়তে যান তার ভাই। এরপর আর বাড়ি ফিরে আসেনি। পরে আত্মীয় স্বজনরা অনেক খোঁজার পর তাকে পাওয়া যায়নি। তাকে না পেয়ে পরিবারের সবাই চিন্তিত হয়ে পড়েছি। তার মোবাইলও বন্ধ রয়েছে।

থানার ডিউটি অফিসার মিতা বালা জানান, সকাল দশটার দিকে এ ব্যাপারে পুঠিয়া থানায় একটি জিডি করা হয়েছে।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান জানান, বিশিষ্ট পরিবহন ব্যবসায়ীর নিখোঁজ হওয়ার বিষয়টি আমরা গুরুত্বের সাথে নিয়েছি। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫