Logo
×

Follow Us

জেলার খবর

কক্সবাজারে টিসিবি পণ্য মজুদের দায়ে লাখ টাকা জরিমানা

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০২৪, ১৫:৫১

কক্সবাজারে টিসিবি পণ্য মজুদের দায়ে লাখ টাকা জরিমানা

টিসিবির পণ্য অবৈধভাবে মজুদ উদ্ধারে অভিযান। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের বিসিক শিল্প নগরী এলাকায় টিসিবির পণ্য অবৈধভাবে মজুদ করে বিক্রির অভিযোগে মেসার্স তানভীর এন্টারপ্রাইজের মালিক আজিজুর রহমানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল শনিবার (৩০ মার্চ) রাত সাড়ে ৮টায় এই অভিযান চালানো হয়।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫ ও কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট খীসার সহায়তায় অভিযান চালানো হয়। অভিযোগ আছে, দীর্ঘদিন ধরে আজিজুর রহমান টিসিবির পণ্য অবৈধভাবে মজুদ করে বাজারে অধিক মূল্যে বিক্রি করে আসছিলেন। অভিযানে টিসিবির সীলযুক্ত বিপুল পরিমাণ ভোজ্য তেল উদ্ধার করা হয়।

সদর ইউএনওর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আজিজুর রহমানকে অবৈধভাবে মজুদ ও বিক্রির জন্য ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫