Logo
×

Follow Us

জেলার খবর

সোনাহাট স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৯ দিন

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৪, ২৩:১০

সোনাহাট স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৯ দিন

সোনাহাট স্থলবন্দর। ছবি: সংগৃহীত

পবিত্র শবেকদর, আসন্ন পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে আগামী শনিবার (৬ এপ্রিল) থেকে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি ৯ দিন বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এই সময় বন্দর দিয়ে সকল প্রকার পণ্য আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

বুধবার (৩ এপ্রিল) সোনাহাট স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের একটি চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকিব আহমেদ জুয়েল ও যুগ্ম সাধারণ সম্পাদক আকমল হোসেনের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, চিঠিতে বলা হয়, শবেকদর, আসন্ন পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে সোনাহাট স্থলবন্দরের সিঅ্যান্ডএফসংক্রান্ত যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম আগামী ৬ এপ্রিল (শনিবার) থেকে ১৪ এপ্রিল (রোববার) পর্যন্ত বন্ধ থাকবে এবং ১৫ এপ্রিল (সোমবার) থেকে পূর্বের ন্যায় যথারীতি সমস্ত কার্যক্রম পরিচালিত হবে।

সোনাহাট স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মোফাজ্জল হোসেন বন্ধের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে একটি চিঠি ইস্যু করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫