Logo
×

Follow Us

জেলার খবর

মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধন

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪, ১৯:৩০

মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধন

হামলার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা। ছবি: হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের উছমানপুর ধলাজাই গ্রামে বীর মুক্তিযোদ্ধা হাসু মিয়ার স্ত্রী আনোয়ারা খাতুনসহ পরিবারের সদস্যদের ওপর হামলার সুবিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার (৬ এপ্রিল) দুপুরে ধলাজাই গ্রামে মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন গাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী, ৯নং ওয়ার্ড মেম্বার সেলিম আহমেদ সোনাই, ৮নং ওয়ার্ড মেম্বার আব্দুল মালেক চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি বাকী বিল্লাহ তরফদার, সমাজসেবক নুরুন্নবী মিয়া, শামীম ওসমান, ফরিদ মিয়া, খোকন মিয়া প্রমুখ। 

সভায় বক্তারা বলেন, দুর্বৃত্তরা ১৫ মার্চ অন্যায়ভাবে বীর মুক্তিযোদ্ধা হাসু মিয়ার পরিবারের ওপর হামলা চালায়। এ হামলায় আনোয়ারা খাতুনসহ পাঁচজন আহত হন। তারা এখন পর্যন্ত সুস্থ হননি। হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। অন্যথায় বিচারের দাবিতে নতুন কর্মসূচি দেওয়া হবে। মানববন্ধন ও প্রতিবাদ সভায় এলাকার নানাস্তরের নারী ও পুরুষরা অংশগ্রহণ করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫