Logo
×

Follow Us

জেলার খবর

মানিকগঞ্জে যুবলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৪, ১০:২৯

মানিকগঞ্জে যুবলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

যুবলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। ছবি: মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে ইফতার মাহফিলে হরিরামপুর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ফরিদ মোল্লা, হৃদয় আহমেদ রজ্জব ও ছাত্রলীগ নেতা জনির উপর প্রতিপক্ষের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল শনিবার (৬ এপ্রিল) বিকেলে হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে গালা ইউনিয়ন আওয়ামী লীগের অফিসের সামনে এ প্রতিবাদ অনুষ্ঠিত হয়। এর আগে ঝিটকা বাজারে একটি প্রতিবাদ ও  বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন গলি পদখিন করে ইউনিয়ন আওয়ামী লীগ অফিসের সামনে এসে প্রতিবাদ সভা করে।

উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মুসতাকিম চৌধুরী রিফাতের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তামজিদ উল্লাহ প্রধান লিল্টু, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আমিনুর রহমান চৌধুরী মিল্টন, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মো. বিল্লাল হোসেন, বাল্লা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রশিদ।

প্রতিবাদ সভায় বিভিন্ন ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদে ইফতার মাহফিলে এ হামলার ঘটনা ঘটে। উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর ও তার ছেলে নবীনুরের নেতৃত্বে এ হামলা হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫