Logo
×

Follow Us

জেলার খবর

সাভারে তৈরি পোশাক কারখানায় আগুন

Icon

সাভার প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৪, ২১:৩২

সাভারে তৈরি পোশাক কারখানায় আগুন

ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়ি এলাকার ওয়েক্স ফ্যাশন লিমিটেড কারখানায় লাগা আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান সাভার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম।

তিনি বলেন, ঈদে ছুটি থাকায় কারখানায় কোনো শ্রমিক ছিলেন না। দুপুরের দিকে ট্রান্সফরমার বিস্ফোরণ থেকে পোশাক কারখানায় আগুন সূত্রপাত হয়। স্থানীয়রা ট্যানারি ফায়ার সার্ভিসকে খবর দেন।

পরে ট্যানারি ফায়ার স্টেশনের দুটি ইউনিট ও সাভার ফায়ার স্টেশনের দুটি ইউনিট এবং ঢাকা থেকে একটি ইউনিট গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান নুরুল ইসলাম।

আগুনে কারখানাটির প্রায় ৫০ লাখ টাকার যন্ত্রপাতি পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান।

ঈদের ছুটিতে থাকায় কারখানায় কোনো কর্মকর্তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫