Logo
×

Follow Us

জেলার খবর

মিয়ানমারের আরও ২৪ সীমান্তরক্ষী পালিয়ে বাংলাদেশে

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪, ১৯:১০

মিয়ানমারের আরও ২৪ সীমান্তরক্ষী পালিয়ে বাংলাদেশে

মিয়ানমার থেকে সর্বমোট ২৭৪ জন সীমান্তরক্ষী সদস্য বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে। ছবি: কক্সবাজার প্রতিনিধি

মিয়ানমারের চলমান গৃহযুদ্ধের জের ধরে গত ২৪ ঘন্টায় ২৪ জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি সদস্য আশ্রয় নিয়েছেন বাংলাদেশে। মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের মধ্যে টেকনাফ সীমান্ত দিয়ে পালিয়ে তারা বাংলাদেশে আশ্রয় নেন। এনিয়ে বর্তমানে ২৭৪ জন মিয়ানমারের সেনাবাহিনী এবং সীমান্তরক্ষী বিজিবি সদস্য আশ্রয় গ্রহণ করে বাংলাদেশে অবস্থান গ্রহণ করছেন।

আজ শুক্রবার (১৯ এপ্রিল) নতুন করে টেকনাফের জীম্বংখালী সীমান্ত দিয়ে ৩ জন এবং হাতিমারাঝিরি ৮ জন বিজিপি সদস্য আশ্রয় গ্রহণ করে।

এর আগে গতকাল বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে টেকনাফের নাফ নদী পার হয়ে কোস্ট গার্ডের কাছে ১৩ জন বিজিপি সদস্য আত্মসমর্পণ করে। পরে কোস্টগার্ড বিজিপি সদস্যদেরকে বিজিবি'র নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নে (১১ বিজিবি) হস্তান্তর করে।

বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম।

তিনি বলেন, গতকাল ১৩ জন এবং আজকে ১১ জন বিজিপি সদস্য টেকনাফ সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এখন পর্যন্ত সর্বমোট ২৮৫ জন বাংলাদেশে অবস্থান করছে। তারা সবাই বিজিবি হেফাজতে রয়েছেন৷

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫