Logo
×

Follow Us

জেলার খবর

পাবনায় বোমাসহ গ্রেপ্তার ৩

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৪, ১৮:০৩

পাবনায় বোমাসহ গ্রেপ্তার ৩

তিনটি হাত বোমা উদ্ধার করা হয়েছে। ছবি: পাবনা প্রতিনিধি

পাবনার ফরিদপুর উপজেলায় দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে তিনটি হাত বোমা উদ্ধার করা হয়।

আজ শনিবার (২০ এপ্রিল) ভোরে উপজেলার হাদল ইউনিয়নের মঙ্গলগ্রামের মহল বিল এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মঙ্গলগ্রামের মহল বিল এলাকার বক্কার প্রামাণিকের ছেলে মো. শাকিল ও মো. শামীম হোসেন এবং মো. হামিদ প্রামাণিকের ছেলে মো. সাদেক হোসেন। উভয়ের নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

এবিষয়ে র‍‍্যাব-১২, সিপিসি-২, পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহল বিল এলাকার একটি বাড়িতে অভিযান‌ চালানো হয়। এসময় তাদের কাছ থেকে একটি ধারালো দেশীয় অস্ত্র ও তিন বোমা উদ্ধার করা হয়েছে। বোমা তিনটি নিস্ক্রিয় করতে রাজশাহী থেকে বোম্ব ডিসপোজাল টিম আনা হচ্ছে, ইতোমধ্যেই তারা রওনা হয়েছে। এবিষয়ে পরে আরও বিস্তারিত জানানো হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫