Logo
×

Follow Us

জেলার খবর

টেকনাফে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪, ১২:২৫

টেকনাফে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার

উদ্ধার হওয়া ইয়াবা। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে অভিযান পরিচালনা করে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। 

গতকাল শনিবার (২৭ এপ্রিল) রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এ তথ্য জানান।

তিনি জানান, শনিবার রাত ৯ টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ টেকনাফ বিওপির হ্যাচারখাল নামক এলাকা দিয়ে মিয়ানমার হতে মাদকের একটি চালান বাংলাদেশে আসার খবর পাওয়া যায়। এসময় মাদকের চালানের সাথে দুইজন ব্যক্তি অনুপ্রবেশের চেষ্টা করেন। এতে বিজিবির অবস্থান টের পেয়ে তাদের হাতে থাকা একটি পোটলা ফেলে দিয়ে দ্রুত পালিয়ে ঘন কেওড়া বাগানের ভিতরে চলে যায়। পরবর্তীতে টহলদল উল্লেখিত স্থানে পৌঁছে তল্লাশি অভিযান পরিচালনা করে চোরাকারবারিদের ফেলে যাওয়া একটি প্লাস্টিকের ব্যাগের ভিতর হতে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে অভিযানে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

চোরাকারবারিদের সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলে জানান বিজিবির লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫