
পিটিয়ে হত্যার ঘটনায় স্বজনদের আর্তনাদ। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় পারিবারিক কলহের জের ধরে দ্বন্দ্বে মামাতো ভাইদের লাঠির আঘাতে ভ্যানচালক নিহত হয়েছেন।
গতকাল সোমবার (২৯ এপ্রিল) রাতে উপজেলার শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের ভ্যানচালক শরিফুল ইসলাম বাটুলের সাথে তার মামাতো ভাই রহিম, লিটন ও রহমানের সাথে জমিজমা নিয়ে শত্রুতা চলে আসছিল। সোমবার বিকেলে এ নিয়ে আবারো ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে বাটুলকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে মামাতো ভাইয়েরা। বিকাল থেকে রাত পর্যন্ত বাড়িতেই চিকিৎসাধীন ছিল বাটুল। রাত ৯ টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
শৈলকূপা থানা ওসি সফিকুল ইসলাম চৌধুরী জানান, ঘটনা শুনে আমি নিজেই ঘটনাস্থলে যাই। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্তরা। আসামিদের ধরার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তবে এখনো কোন মামলা হয়নি। লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।