Logo
×

Follow Us

জেলার খবর

যশোরে যুবকের লাশ উদ্ধার

Icon

যশোর প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৪, ১৩:২৬

যশোরে যুবকের লাশ উদ্ধার

প্রতীকী ছবি

মণিরামপুরের ঝাঁপা ইউনিয়নের জোকা ঈদগাহ সংলগ্ন একটি ধান ক্ষেত থেকে অজ্ঞাত (৪০) পরিচয়ের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২ মে) সকালে খবর পেয়ে পুলিশ ধান ক্ষেতে পড়ে থাকা মৃতদেহটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, সকালে ধান ক্ষেত মালিক আয়ুব হোসেন শ্রমিক নিয়ে ধান কাটার উদ্দেশ্যে মাঠে যান। এক প্রান্তের শ্রমিক ধান কাটারা জন্য প্রস্তুতি নিতে থাকেন। এসময় জমির মালিক ধান ক্ষেত পরিদর্শন করার সময় ক্ষেতের অপরপ্রান্তে ওই যুবকের মৃতদেহ দেখতে পান। এরপর তার চিৎকারে এলাকার লোকজন এসে হাজির হয়। এরপর স্থানীয় ইউপি সদস্য ঝাঁপা পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। যুবকের গলায় ধারালো অস্ত্রের দাগ ও রক্ত দেখা রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫