
মদসহ আটককৃতরা। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে সাড়ে ৪ লিটার বাংলা মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (৪ মে) বিকাল সাড়ে ৫ টার দিকে শহরের কাশীপুর রেলগেট থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- কালীগঞ্জ শহরের ফয়লা গ্রামের কাজী মফিজুল ইসলামের ছেলে ওরফে মাহবুবের ছেলে কাজী আব্দুল্লাহ আল দিগন্ত (২১), একই গ্রামের মৃত বাবলু মন্ডলের ছেলে তানভীর হোসেন (২১) ও তোফাজ্জেল হোসেনের ছেলে নাজমুল হোসেন নাঈম (২০)।
থানা পুলিশ জানায়, গুরুত্বপূর্ণ স্থানগুলিতে চেকপোস্ট বসিয়ে পুলিশের অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় কালীগঞ্জ থানা পুলিশ শনিবার বিকালে কাশীপুর রেলগেটে অভিযানকালে একটি মোটরসাইকেলসহ তিন যুবককে আটক করা হয়। এসময় তাদের তল্লাশি চালিয়ে সাড়ে ৪ লিটার দেশীয় মদ উদ্ধার করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবু আজিফ দেশীয় মদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদেরকে মাদক আইনে মামলা দিয়ে রবিবার আদালতে সোপর্দ করা হবে।