বানিয়াচং ও আজমিরীগঞ্জে সাবেক দুই চেয়ারম্যান নির্বাচিত

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২৪, ২৩:০০

ইকবাল হোসেন খান ও মো.আলাউদ্দিন মিয়া। ছবি- সংগৃহীত
হবিগঞ্জ জেলার বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যানদের পরাজিত করে প্রাক্তণ দুই চেয়ারম্যান দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন।
আজ বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোটগ্রহণ করা হয়। রাত ৯ টায় ফল ঘোষণা হয়েছে।
এতে বানিয়াচং উপজেলা পরিষদের প্রাক্তণ চেয়ারম্যান ইকবাল হোসেন খান আনারস প্রতীকে ৪২ হাজার ৪৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী আবুল কাশেম চৌধুরী পান ৩১ হাজার ৮০৩ ভোট। আরেক প্রার্থী আমীর হোসেন মাস্টার ১০ হাজার ১৩৩ ভোট পেয়েছেন।
এদিকে, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের প্রাক্তণ চেয়ারম্যান মো.আলাউদ্দিন মিয়া কাপ পিরিচ প্রতীকে ১৫ হাজার ১৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি মর্তুজা হাসান ৫ হাজার ৬০৮ ভোট পান।
এছাড়া মো. আলী আমজাদ তালুকদার ১২ হাজার ৫০৩, ডা. লোকমান মিয়া ৬ হাজার ৮৫০, ডা. রেজাউল করিম ২ হাজার ৯৫ ও আকবর হোসেন পেয়েছেন ৭ হাজার ১ ভোট।