Logo
×

Follow Us

জেলার খবর

পিরোজপুরে ভোটারশূন্য ভোটকেন্দ্র

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৪, ১৫:০২

পিরোজপুরে ভোটারশূন্য ভোটকেন্দ্র

ভোটের আয়োজক ছাড়া তেমন ভোটার উপস্থিতি দেখা যায়নি। ছবি: পিরোজপুর প্রতিনিধি

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে পিরোজপুরের কাউখালি ও স্বরূপকাঠিতে চলছে ভোট গ্রহণ।

আজ মঙ্গলবার (২১ মে) এই দুই উপজেলায় সকাল ৮টা থেকেই ভোটের কার্যক্রম শুরু হয়েছে। সকাল ১০ টার দিকে কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সরেজমিনে ঘুরে দেখা যায়, কাউখালির ৪৬ নং দক্ষিণ শিয়ালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত দেখা যায় প্রায় ভোটারশূন্য ভোটকেন্দ্র। এছাড়াও কয়েকটি ভোটকেন্দ্রে ভোটের আয়োজক ছাড়া তেমন উল্লেখযোগ্য ভোটার উপস্থিতি দেখা যায়নি। 

দক্ষিণ শিয়ালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. হাফিজুর রহমান বলেন, আমাদের এই কেন্দ্রে সকাল থেকেই ভোট গ্রহণ চলছে। কোনো ধরনের সমস্যা হয়নি। ছয় ঘণ্টায় ১৫ পার্সেন্ট ভোট পড়েছে। ভোট পড়েছে ২৪৬টি। সকাল থেকে ভোটার উপস্থিতি কম রয়েছে। তবে বিকেলে ভোটের সংখ্যা বৃদ্ধি পেতে পারে।

তিনি আরো জানান, আমি কয়েকটি কেন্দ্রের ভোটের বর্তমান অবস্থা জানতে পেরেছি। তার মধ্যে রয়েছে কাউখালি কেন্দ্রীয় আলিম মাদ্রাসা, গন্তব্য জানকিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিলতি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়, ফলই বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের ভোটের সংখ্যা আমাদের এই কেন্দ্রের থেকে এগিয়ে রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫