Logo
×

Follow Us

জেলার খবর

শরীয়তপুরে অস্ত্র ও ইয়াবাসহ নারী আটক​​​​​​​

Icon

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৪, ১৬:২২

শরীয়তপুরে অস্ত্র ও ইয়াবাসহ নারী আটক​​​​​​​

অস্ত্রসহ আটককৃত নারী। ছবি: শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরায় গোপন সূত্রে পুলিশের অভিযানে একটি শুটারগান ও ৪০পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (২৪ মে) গভীর রাতে জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নে এলাকায় অভিযান চালিয়ে শুটারগান ও ইয়াবাসহ ওই নারীকে আটক করা হয়।

জাজিরা থানার পরিদর্শক (তদন্ত) মো. সুজন হকের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবিরসহ পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

আটককৃত ওই নারীর নাম লিজা আক্তার। তিনি জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নের বোয়ালিয়া ৭নং ওয়ার্ডের আক্কাস ঢালীর স্ত্রী।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আক্কাস ঢালি পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে জাজিরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক নারীকে একটি শুটারগান ও ৪০পিস ইয়াবাসহ আটক করা হয়। আটক ওই নারীর  বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন জাজিরা থানায় দুইটি পৃথক মামলা করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫