Logo
×

Follow Us

জেলার খবর

ঘূর্ণিঝড় রেমালের প্রভাব ঝিনাইদহে

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২৪, ২০:০৯

ঘূর্ণিঝড় রেমালের প্রভাব ঝিনাইদহে

থেমে থেমে বৃষ্টি হচ্ছে ঝিনাইদহে। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঝিনাইদহে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। গতকাল রবিবার (২৬ মে) বিকেল থেকে থেমে থেমে বৃষ্টি হলেও রাত বাড়ার সাথে সাথে ঝড় শুরু হয় পুরো জেলা জুড়ে। 

জানাযায়, বৃষ্টির প্রভাবে খেটে খাওয়া মানুষের জীবনযাত্রা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। রিকশা-ভান চালকরা পড়েছে বিপাকে। রাস্তায় মানুষ শূণ্য। জরুরি কাজ ছাড়া মানুষ ঘর থেকে খুব একটা বের হচ্ছে না। স্কুল কলেজে ছাত্র-ছাত্রীর উপস্থিতির হার বলতে গেলে শূণ্যের কোঠায়। তবে সকালে বৃষ্টি উপক্ষা করে অফিসমুখী মানুষ বাধ্য হয়েই ঘর থেকে বের হয়। তবে দূর পাল্লার সব বাস সঠিক সময়ে চলছে বলে জানায় টার্মিনাল থেকে।

ঝিনাইদহের প্রধান প্রধান মোড় যেমন পায়রা চত্বর, মুজিব চত্বর, আরাপপুর মোড়, হামদহ মোড় ঘুরে দেখা যায় সাধারণ মানুষের পদচারণা নেই বলেলেও চলে। বড় বড় বিপনী ও শপিং মল এবং দোকান ছাড়া, ছোটখাটো দোকান গুলো বন্ধ। আর যারা খুলেছেন তারা দোকানেই অলস সময় কাটাচ্ছেন।

রিকশাচালক সবেদ আলী জানান, কোনো যাত্রী নেই। রিকশা নিয়ে বের হয়ে ভুল করেছি।

তবে ঝিনাইদহ কোন আবহাওয়া অফিস না থাকায় কি পরিমাণ বৃষ্টি হয়েছে তা জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্র নাথ রায় বলেন, আমরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছি যে কোন অবস্থার জন্য। তবে এখনও কোন ধরনের খারাপ খবর পাওয়া যায়নি। ৬ উপজেলায় আলাদা আলাদা মিটিং হয়েছে। শুকনো খাবারসহ ইউনিয়নের সরকারি স্কুলে আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

তিনি আরো জানান, থেমে থেমে বৃষ্টি হচ্ছে। মানুষকে নিরাপদে থাকার জন্য মেসেজ প্রদান করা হয়েছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে যেন কেউ বের না হয়। উপজেলা পর্যায়ে সবসময় যোগাযোগ রক্ষা করে চলা হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫