
লাশের প্রতীকী ছবি
মাগুরা পৌরসভার বাটিকাডাঙ্গায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে জীবন বিশ্বাস (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৩১ মে) বিকালে বাটিকাডাঙ্গা উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের ডাক্তার কৃষ্ণ দাস বিশ্বাস মৃত ঘোষণা করেন।
মৃত জীবন বিশ্বাসের ছেলে সজল বিশ্বাস বলেন, বিকালে বাড়ির পাশে লাগানো একটি আম গাছের উঁচু ডালে উঠেন আম পাড়তে। উঁচু গাছটিতে ওঠে আম পাড়তে গেলে পায়ের নিচে ডালটি ভেঙ্গে তিনি মাটিতে পড়ে যায়। এতে জীবন বিশ্বাস মাথায় প্রচণ্ড আঘাত পান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ শেখ মেহেদি রাসেল বলেন, শহরের বাটিকাডাঙ্গা এলাকায় আম পাড়তে গিয়ে ডাল ভেঙ্গে পড়ে এক ব্যক্তি মৃত্যুর হয়েছে। এ ঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহটি ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।