
আনার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন।
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ রবিবার (২ জুন) সকালে কালীগঞ্জ শহরের নিশ্চিতপুরে এ কর্মসূচির আয়োজন করে পৌর আওয়ামী লীগ। ঘন্টাব্যপী চলা এ মানববন্ধনে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
এতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী ও ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা এমপি আনার হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান। সেই সাথে হত্যার পেছনে যারা জড়িত তাদেরও শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান। মূলহোতাসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে আগামীতে কঠোর কর্মসূচির হুশিয়ারিও দেন তারা।