Logo
×

Follow Us

জেলার খবর

নিখোঁজের কয়েক ঘণ্টা পরেই শিশুর লাশ উদ্ধার

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২৪, ১৫:৪৯

নিখোঁজের কয়েক ঘণ্টা পরেই শিশুর লাশ উদ্ধার

প্রতীকী ছবি।

লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নে ছেকনাপাড়া এলাকায় পাটক্ষেত থেকে জুনায়েদ (৫) নামে শিশুর মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। জুনায়েদ ওই এলাকার মো. দুলাল হোসেনের ছেলে। তার বাবা একজন অটোরিকশা চালক।

গতকাল রবিবার (৯ জুন) রাতে শিশুর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় শিশু জুনায়েদ বাড়ির বাইরে বের হয়। এর কিছুক্ষণ পরেই বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এর কয়েক ঘণ্টা পরেই পাটক্ষেতের ভিতরে শিশুটির মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের দাবী, শিশু জুনায়েদকে শ্বাসরোধে হত্যা করে লাশ পাট খেতে ফেলে রাখা হয়েছে।

শিশুটির বাবা দুলাল হোসেন অভিযোগ করে বলেন, আমার ছেলেকে গলা টিপে হত্যা করে পাটক্ষেতে ফেলে রেখেছে। গলায় হাতের দাগ আছে। আমি এ হত্যার বিচার চাই। 

এ ঘটনায় লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক বলেন, শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। তদন্তের জন্য তার নাম এখনি বলা যাচ্ছে না বলেও তিনি জানান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫