Logo
×

Follow Us

জেলার খবর

কক্সবাজারে ছুরিকাঘাতে হোটেল কর্মচারী নিহত

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২৪, ১০:২৪

কক্সবাজারে ছুরিকাঘাতে হোটেল কর্মচারী নিহত

ছুরিকাঘাতে নিহত হোটেল কর্মচারী। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের কলাতলীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নুরুল কাদের (২৩) নামের এক হোটেল কর্মচারী নিহত হয়েছেন৷ 

গত রবিবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বেইলি হ্যাচারি সংলগ্ন ভাঙা সৈকতের মুখে এ ঘটনা ঘটে। নিহত নুরুল কাদের চকরিয়া বরইতলী বৈদ্যের পাড়ার মোহাম্মদ ইব্রাহিমের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নুরুল কাদের কক্সবাজারের বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেলে কর্মরত ছিলেন। বিচে ঘুরাঘুরি শেষে কর্মস্থলে যাওয়ার পথে ৪/৫ জন ছিনতাইকারী মোবাইল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে ছুরিকাঘাত করে। এসময় তার চিৎকারের শব্দে পথচারীরা এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নুরুল কাদের এর সহকর্মীরা জানান, তার সাথে একজন মেয়ে ছিলেন। তারা মূলত বিচে ঘুরতে গিয়েছিলেন। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মেয়েটিও গুরুতর আহত হন। তার ফোন পেয়ে আমরা ছুটে আসি। গিয়ে দেখতে পাই কাদের গুরুতর আহত অবস্থায় পড়ে আছেন৷ 

কক্সবাজার সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, এ ঘটনায় জড়িত ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫