
বিক্ষোভ করছে এমপি আনারের অনুসারীরা। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে তার অনুসারীরা।
আজ বুধবার (১২ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে শহরের ভুষণ স্কুল সড়কের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র আশরাফুল আলম, ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল, যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল প্রমুখ।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, এমপি আনারকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদের দ্রুত শাস্তির বিচার নিশ্চিত করতে হবে। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের যারা জড়িত তাদেরকে দ্রুত দল থেকে বহিষ্কারের দাবি জানান তারা।