Logo
×

Follow Us

জেলার খবর

ময়মনসিংহে পানিতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২৪, ১৮:৫৮

ময়মনসিংহে পানিতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু

শিশু মৃত্যুর ঘটনায় স্বজনদের আর্তনাদ। ছবি: ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুরে পুকুরের পানিতে ডুবে সহোদর দুই ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- রামকৃষ্ণপুর গ্রামের মন্নাছ আলীর মেয়ে নূসরাত জাহান (৮), রফিকুল ইসলামের মেয়ে সানিয়া আক্তার (৮) ও ছেলে মেহেদী হাসান (৬)।

আজ বৃহস্পতিবার (১৩ জুন) বেলা সাড়ে ৩ টার উপজেলার রূপসী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এই ঘটনা ঘটে।

রূপসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ সুলতান চৌধুরী বিষয়টি নিশ্চিত বলেন, পুকুরের পাশে খেজুর গাছ থেকে পানিতে ঝরে পড়া খেজুর তুলে আনতে গিয়ে তিন শিশু পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় একজন পুকুরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় এক শিশুকে পানিতে ভাসতে দেখে একে একে তিন শিশুর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। বিষয়টি খুব হৃদয় বিদারক।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫