Logo
×

Follow Us

জেলার খবর

এমপি আনার হত্যার বিচার দাবিতে মানববন্ধন

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২৪, ০৯:৩৬

এমপি আনার হত্যার বিচার দাবিতে মানববন্ধন

এমপি আনোয়ারুল আজীম আনার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন।

ঝিনাইদহের কালীগঞ্জে এমপি আনোয়ারুল আজীম আনার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে ঝিনাইদহ-যশোর মহাসড়কের দুলাল মুন্দিয়া নামক স্থানে এ মানববন্ধনের আয়োজন করে রায়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ।

ঘন্টাব্যাপী মানববন্ধনে ইউনিয়ন আওয়ামী লীগ নেতাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।

সেসময় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শিবলী নোমানী, পৌরসভার মেয়র আশরাফুল আলমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, জেলা আওয়ামী লীগের অভিভাবকের কাছে যদি কর্মীরা নিরাপদ না হয় তাহলে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হোক। এই মিন্টুই হত্যার মাস্টারমাইন্ড। সংসদ সদস্য হত্যার নেপথ্যে ও যারা সরাসরি জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তারা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫