Logo
×

Follow Us

জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

Icon

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২৪, ১৮:০৭

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহিদ হাসান (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ শুক্রবার (১৪ জুন) দুপুর পৌনে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কল্যাণপুর এলাকার ফকল্যান্ড মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জাহিদ হাসান নাচোল উপজেলার নেজামপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী জাহিদ হাসানকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে তাদের অ্যাম্বুলেন্সে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে দ্বায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ পরবর্তী আইনি পদক্ষেপ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫