Logo
×

Follow Us

জেলার খবর

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২৪, ২২:৩২

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

কক্সবাজার জেলার মানচিত্র। ছবি: সাম্প্রতিক দেশকাল

কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী যুবক প্রাণ হারিয়েছেন। আজ মঙ্গলবার (১৮ জুন) দুপুরের দিকে চকরিয়ার বরইতলী ইউনিয়নের বুড়ির দোকান এলাকায় বানৌজা শেখ হাসিনা সাবমেরিন ঘাটি সড়কে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন আরো এক মোটরসাইকেল আরোহী।

মঙ্গলবার রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফরিদ। 

নিহতরা হলেন- লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পেন্ডাইর পাড়ার সিরাজ মিয়ার ছেলে মোহাম্মদ তাইয়েব (২৮) ও একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে শাহাদত হোসেন শাওয়াল (২৭)। তারা সম্পর্কে মামা-ভাগিনা বলে জানা গেছে। আহত মো. সাকিব (২৪) চকরিয়ার উপজেলার বরইতলী ইউনিয়নের বাসিন্দা।

জানা গেছে,  ঈদ উপলক্ষে লোহাগাড়ার পদুয়া থেকে মোটরসাইকেল নিয়ে তারা চকরিয়ার বরইতলী ইউনিয়নে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে বানৌজা শেখ হাসিনা সাবমেরিন ঘাটি সড়কে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তায়ের নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত শাওয়াল ও সাকিবকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাদের চট্টগ্রামে প্রেরণ করেন। পরে সন্ধ্যা ৬টার দিকে আহত শাওয়াল চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মারা যান। 

চকরিয়া হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফরিদ জানান, মগনামা থেকে ছেড়ে আসা একটি লেগুনার সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিনজন হতাহত হয়েছেন। লেগুনাটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫