শৈলকূপায় বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় ট্রান্সফরমার মেরামত করতে গিয়ে আব্দুল খালেক (৩২) নামে এক লাইনম্যান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন। আজ রবিবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাধুখালী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আব্দুল খালেক কুষ্টিয়া সদর উপজেলার কুমারপাড়া এলাকার নাজিম উদ্দীনের ছেলে ও ঝিনাইদহ পল্লীবিদ্যুৎ সমিতির লাইনম্যান পদে কর্মরত ছিলেন। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (২২ জুন) সাধুখালী এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। সেটা সচল করতে ট্রান্সফরমারের ওপর উঠে সরবরাহ তারে হাত দিতেই বিদ্যুতস্পৃষ্ট হয়ে মাটিতে ছিটকে পড়েন খালেক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //