Logo
×

Follow Us

জেলার খবর

ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যা

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২৪, ১১:৫৫

ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যা

ঝালকাঠি জেলার মানচিত্র

ঝালকাঠির রাজাপুর কাটাখালি বাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. আসিফ (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার (২৭ জুন) রাত পৌনে ৩টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা শাহ আলম জানান, গতকাল রাত ৯টার দিকে কাটাখালী বাজারে জায়গা-জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে একই এলাকার কাজী ও শিকদার পরিবারের লোকজন অতর্কিতভাবে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আসিফকে কুপিয়ে গুরুতর জখম করে। এরপর প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছিলাম।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫