গাইবান্ধায় ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুলাই ২০২৪, ২৩:২১

দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল। ছবি- গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের নাসিরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ পূর্বপাড়া গ্রামের আসালত শেখের ছেলে নাহিদ শেখ (৩০) ও জাহিদ শেখ (১৬ ) এবং একই গ্রামের গুলান শেখের ছেলে শাকিল শেখ (২০)।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকচাপায় ঘটনাস্থলেই দুইজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে।