মুন্সীগঞ্জে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ১২:৫৯

প্রতীকী ছবি
মুন্সীগঞ্জ সদরের বজ্রযোগিনী ইউনিয়নের আটপাড়া এলাকায় চালকে ছুরিকাঘাত করে হত্যারপর অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
আজ মঙ্গলবার (১০ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মুক্তারপুর-টঙ্গিবাড়ী সড়কের আটপাড়া এলাকার সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তার বুকে গুরুতর ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। নিহত অটোরিকশা চালক মো. অনিক (২৫) সদরের পঞ্চসার ইউনিয়নের জিয়সতলা এলাকার মো. সেলিমের ছেলে বলে জানা গেছে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে, যাত্রীবেশী দুর্বৃত্তরা চালক অনিককে ছুরিকাঘাতে হত্যার পর তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে। লাশ উদ্ধারের পর বিভিন্ন সড়কে থাকা সিসি ক্যামেরার মাধ্যমে অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য কাজ করছে পুলিশ।’