চীনের সাথে নাটেশ্বর আর্কিওলজিকাল সাইট পার্ক প্রকল্প নিয়ে চুক্তি

চীনে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে ২১টি সমঝোতা স্মারক ও চুক্তি এবং ৭টি ঘোষণাপত্র সই করেছে বাংলাদেশ ও চীন। এর মধ্যে ২টি সমঝোতা স্মারক নবায়ন করা হয়েছে। এর মধ্যে একটি মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীর নাটেশ্বর আর্কিওলজিকাল সাইট পার্ক প্রকল্প রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরকালে গত ১০ জুলাই বিক্রমপুরের নাটেশ্বর প্রত্নক্ষেত্র সংরক্ষণ সংক্রান্ত প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের ব্যাপার একটি সম্মতিসূচক আনুষ্ঠানিক চিঠি বিনিময় হয়। গত বুধবার বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপলেথ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে দুই দেশের মধ্যে এসব সমঝোতা ও ঘোষণাপত্র সই হয় সেখানে এটিও ছিল। চুক্তি-সমঝোতা স্মারক ও দলিল সই এর ৯ নং টা ছিল মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার নাটেশ্বর প্রত্নতাত্ত্বিক খনন প্রকল্পের সংরক্ষণের বিষয়। চুক্তিপত্র ছিল “ নাটেশ্বর আর্কিওলজিকাল সাইট পার্ক প্রকল্পে চায়না-এইড কনস্ট্রাকশনের ফিজিবিলিটি স্টাডি বিষয়ে চিঠি বিনিময় হয়।

জানা গেছে, ২০১৩ সাল থেকে নাটেশ্বরে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে এবং সুফি মোস্তাফিজুর রহমানের নেতৃত্ব প্রত্নতাত্ত্বিক খনন শুরু শুরু হয়। এর মধ্যে আমন্ত্রণ পেয়ে চীনের একটি প্রত্নতাত্ত্বিক টিম তিন বছর এই খননে অংশগ্রহণ করে। খননকাজে অষ্টম থেকে দ্বাদশ শতকের একটি বৌদ্ধ মন্দির নগরী আবিষ্কৃত হয়। ২০২৪ সালে  প্রথম পর্যায়ের খনন শেষ হয়েছে। এখন শুরু হবে সংরক্ষণের কাজ। বিপুল ব্যয় সাপেক্ষ এই সংরক্ষণ কাজে চীন অংশগ্রহণ করতে আগ্রহী। তাই দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তারই সম্ভাব্যতা যাচাইর ব্যাপারে সম্মতিসূচক চিঠি বিনিময় হয়। দেশের বৃহত্তম নাটেশ্বর প্রত্নক্ষেত্রটি মাত্র দুদিন আগে বাংলাদেশ সরকার সংরক্ষিত এলাকা ঘোষণা করেছে।

অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ড. নূহ-উল-আলম লেনিন জানান, মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার নাটেশ্বর প্রত্নতাত্ত্বিক খনন এলাকাকে একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার দায়িত্ব নিচ্ছেন চীন। বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপলেথ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে দুই দেশের মধ্যে এসব সমঝোতা ও ঘোষণাপত্র সই হয়। তার একটি বিক্রমপুরের টঙ্গিবাড়ি উপজেলার হাজার বছর পুরোনো মাটির নিচ থেকে আবিষ্কৃত নাটেশ্বর প্রত্নতাত্ত্বিক খনন প্রকল্পটি আছে।

বিক্রমপুর জাদুঘরের কিউরেটর নাছির উদ্দিন আহমেদ বলেন, ‘এই খনন প্রকল্পের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৩ সালের ২৮ মে লৌহজংয়ের মাওয়ায় পদ্মা সেতুর পুনর্বাসন কেন্দ্রে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্নতত্ত্ব খনন কাজের ভিত্তিপ্রস্তর করেন। এরপরই বৌদ্ধ মন্দিরের সন্ধানে প্রত্নখনন কাজ শুরু করা হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh