রেললাইনে গাঁজা কুড়াতে উপচে পড়া ভিড়

নাটোরের নলডাঙ্গায় উপজেলার মাধনগরে রেললাইনে পড়ে আছে গাঁজা আর তা কুড়াতে ভিড় করছেন শত শত মানুষ।

গতকাল শনিবার (১৩ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন দৃশ্য দেখা যায়।

মাধনগর এলাকার ফরিদুল ইসলাম, হাসান আলী ও রাকিব হোসেন জানান, উপজেলার মাধনগর রেলস্টেশনের দক্ষিণে ২৫৩ নং পিলারের কাছে ছড়িয়ে ছিটিয়ে গাঁজা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি ছড়িয়ে পড়লে শত শত মানুষ সেখানে গাঁজা কুড়াতে ভিড় জমান।

স্থানীয়দের ধারণা, রাতের কোনো একসময় এই ট্রেন থেকে গাঁজা ফেলা হয়েছে। সেখানে একটি গাঁজার ব্যাগও ছিল। আর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল প্রচুর গাঁজা। অনেকে আসছে কুড়িয়ে নিয়ে যাচ্ছে।

মাধনগর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. ইমদাদুল হক মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রেল স্টেশনের দক্ষিণে মাছের আড়তের কাছে প্রচুর লোক ভিড় জমিয়েছেন। পরে জানা যায়, সেখানে গাঁজা কুড়াচ্ছে। বিষয়টি নিয়ে প্রশাসন তদন্ত করছে।


নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ারুজ্জামান বলেন, সম্ভবত রাতে ট্রেন থেকে মাদকদ্রব্যগুলো ফেলে দেওয়া হয়। সকালে স্থানীয়রা সেখানে গিয়ে ওগুলো কুড়ায়। বিষয়টি রেলওয়ে পুলিশের লোকজন দেখছে। আমরা মাদক দ্রব্য যার কাছে পাবো তাকে আটক করবো।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //