Logo
×

Follow Us

জেলার খবর

কক্সবাজারে আওয়ামী লীগের অফিসে ভাঙচুর

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ২০:২৩

কক্সবাজারে আওয়ামী লীগের অফিসে ভাঙচুর

কক্সবাজারে আওয়ামী লীগের অফিসে ভাঙচুর। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরে ফের আন্দোলনকারী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অবস্থান করা ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা ও অফিস ভাঙচুর করে আন্দোলনকারীরা।

আজ মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে কক্সবাজার শহরের শহীদ সরণী সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। অন্যদিকে ছাত্রলীগ নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নেন। এসময় উভয়পক্ষের মধ্যে ইট-পাটকেল ছোড়া এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

কক্সবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মঈন উদ্দিন বলেন, আমরা পার্টি অফিসে অবস্থান করছিলাম, হঠাৎ অফিসে ঢুকে আমাদের ওপর হামলা করে এবং অফিস ভাঙচুর করা হয়েছে। এসময় ছাত্রলীগের ৩০ জন আহত হয়।

অন্যদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা প্রথমে আমাদের উপর হামলা চালায়। এসময় তাদের হামলায় অর্ধশতাধিক আন্দোলনকারী আহত হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুজ্জামান বলেন, জাসদের অফিসসহ আওয়ামী লীগের অফিস ভাঙচুর করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমাদের টিম ঘটনাস্থলে কাজ করছে।  

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫