সারাদেশে ৬ শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে মুন্সীগঞ্জ শহরে কোটা সংস্কারপন্থীদের অবস্থান কর্মসূচিতে হামলা চালিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে অন্তত পাঁচজন আহত হয়েছে।
আজ বুধবার (১৭ জুলাই) বেলা ১২ টার দিকে শহরের থানারপুল এলাকার অংকুরিত যুদ্ধ একাত্তর ভাস্কর্যের সামনে এ ঘটনা ঘটে।
এদিন সকাল সাড়ে ১০ টার দিকে জেলার বিভিন্ন স্কুল-কলেজের কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীরা সেখানে অবস্থান নেয়। ২ শতাধিক শিক্ষার্থী অবস্থান নিয়ে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে নানা শ্লোগান দিয়ে আসছিলো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীদের সংখ্যা বাড়তে থাকে। পরে বেলা ১২ টার দিকে ছাত্রলীগের ৭০-৮০ জনের একটি দল সেখানে হামলা চালায়। এতে সংস্কারপন্থী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। এসময় লাঠিসোটা নিয়ে শিক্ষার্থীদের এলোপাতাড়ি পেটায়। আহতদের নাম জানা যায়নি।
সদর থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে উভয়পক্ষে সরিয়ে দিয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh